Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন মিশন

ভিশণ মিশন:

ভিশন : সকল শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ।

মিশন: প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের মাধ্যমে সকল শিশুর জন্য একীভূত ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ।

  • কৌশলগত উদ্দেশ্য (Strategic Objectives)

 

  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কৌশলগত উদ্দেশ্যসমূহ
    • সর্বজনীন ও বৈষম্যহীন প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ;
    • মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ;
    • প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়ন (বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা)।

 

 

  • কার্যাবলি: (Functions) 

১.    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নীতিমালা মাঠপর্যায়ে  বাস্তবায়ন;

২.   প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষাক্রম উন্নয়ন/পরিমার্জন সংক্রান্ত নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়ণ;

৩.   প্রাথমিক শিক্ষা স্তরের পাঠ্যবইয়ের বিতরণ;

৪.   প্রাথমিক শিক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম;

5.   মাঠপর্যায়ের বিদ্যালয়সমূহ পরিদর্শন এবং পরিদর্শনের আলোকে ব্যবস্থা গ্রহণ;

6.  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম;

7.  প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ;

8.  মাঠপর্যায় থেকে বিভিন্ন তথ্য সংগ্রহপূর্বক উর্দ্ধতন দপ্পরে প্রেরণ;

9.  জাতীয় দিবসসমূহ উদযাপন;

10. শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম;

11.বিবিধ কার্যক্রম।